স্পোর্টস ডেস্ক : বয়স তার ১৬ বছর ১০ মাস৷ মাত্র ১২ বছর বয়সে ইরানের দাবা চ্য়াম্পিয়ন হয়েছিলেন৷ এরপর ১৪ বছর বয়সে হন গ্র্যান্ডমাস্টার৷ গত সপ্তাহে বিশ্বের সেরা দাবাড়ুকে হারিয়ে ১৪ হাজার ডলার জেতেন আলীরেজা৷ খবর ডয়চে ভেলের।
বান্টার ব্লিজ কাপ নামে ইন্টারনেটে আয়োজিত এক প্রতিযোগিতার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে হারান আলীরেজা৷
কার্লসেন ২০১৩ সাল থেকে বিশ্ব চ্য়াম্পিয়ন৷
দাবা খেলায় ২,৭০০ রেটিংকে একটি বেঞ্চমার্ক হিসেবে ধরা হয়৷ বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে ১৬ বছর ১ মাস বয়সে সেই রেটিংয়ে পৌঁছান আলীরেজা৷ বিশ্ব সেরাদের তালিকায় তার অবস্থান বর্তমানে ২১৷
গতবছর ডিসেম্বরে মস্কো ওয়ার্ল্ড ব্লিজে কার্লসেনের কাছে হেরে দ্বিতীয় হওয়ার পর সবার নজরে পড়েন আলীরেজা৷ তাই গত সপ্তাহে বান্টার ব্লিজ কাপ ফাইনালের আগে আলীরেজাকে নিজের সবচেয়ে বড় প্রতিযোগী হিসেবে আখ্যায়িত করেছিলেন কার্লসেন৷
কার্লসেন আর আলীরেজা বর্তমানে আরেকটি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন৷ অনলাইনে সেটির আয়োজন করেছেন কার্লসেন নিজে৷ এতে বিশ্বের সেরা আট দাবাড়ু অংশ নিচ্ছেন৷ প্রতিযোগিতার প্রথম রাউন্ডে আলীরেজার বিরুদ্ধে জয় পেয়েছেন কার্লসেন৷
১৮ এপ্রিল শুরু হওয়া প্রতিযোগিতাটি ৩ মে পর্যন্ত চলবে৷ দুই লাখ ৫০ হাজার ডলারের এই প্রতিযোগিতা অনলাইনে আয়োজিত সবচেয়ে দামি দাবা টুর্নামেন্ট৷
ইরানে জন্ম নেয়া আলীরেজা এখন প্যারিসে বাস করছেন৷ ইসরায়েলিদের বিরুদ্ধে ইরানের ক্রীড়াবিদদের না খেলার বিষয়ে ইরান সরকারের নির্দেশনা থাকায় আলীরেজা গত ডিসেম্বর থেকে ফিদে-র পতাকা নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷
ফিলিস্তিনিদের প্রতি সংহতি আর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে ইরান সরকার ক্রীড়াবিদদের এমন নির্দেশনা দিয়ে থাকে৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।