স্পোর্টস ডেস্ক : আর্নস ভ্যালে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে ১৩.২ ওভারে বিনা উইকেট ১০০! শুরুটা দুর্দান্তই করেছিল রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানরা। কিন্তু শেষদিকে খেই হারিয়ে সংগ্রহটা ১৫০-ও করতে পারেনি আফগানিস্তান।
সেন্ট ভিনসেন্টে রোববার (২৩ জানুয়ারি) সুপার এইটের গ্রুপ-১ এর ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। গুরবাজ ৬০ আর ইব্রাহিম ৫১ রান করে আউট হয়েছেন। টানা দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেয়েছেন প্যাট কামিন্স। সেমিফাইনাল নিশ্চিত করতে ওভার প্রতি ৭.৪৫ রান প্রয়োজন অজিদের।
অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিতের মিশন আর আফগানিস্তানের আশা বাঁচিয়ে রাখার। টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিলেন গুরবাজ ও ইব্রাহিম। ১৩.২ ওভারে শতরানের জুটি গড়ার পর ১১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানরা। ৪৯ বলে ৪ ছক্কা ও ৪ চারের মারে ৬০ রান করে মার্কাস স্টইনিসের শিকার গুরবাজ। ৪৮ বলে ৬ চারের মারে ৫১ রান করে অ্যাডাম জাম্পার শিকার হন ইব্রাহিম।
ওপেনাররা ভালো ভিত গড়ে দিলেও বাকি আফগান ব্যাটাররা কার্যকরী ইনিংস খেলতে পারেননি। উল্টো পড়েছেন অজি পেসার প্যাট কামিন্সের তোপে। ১৮তম ওভারের শেষ বলে রশিদ খানকে ফেরানোর পর শেষ ওভারে এসে প্রথম দুই বলে তুলে নেন করিম জানাত ও গুলাবদিন নাইবের উইকেট। তাতে বাংলাদেশের পর আফগানিস্তানের বিপক্ষেও হ্যাটট্রিক তুলে নেন অজি অধিনায়ক। শেষ ৬.৪ ওভারে মাত্র ৪৮ রান তুলতে সক্ষম হয় আফগানরা।
৪ ওভার বল করে ২৮ রান খরচায় কামিন্সের শিকার ৩ উইকেট। সমান খরচায় ২ উইকেট তুলে নেন অ্যাডাম জাম্পা।
সুপার এইটের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে আফগানিস্তান। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের পথ সমুন্নত রেখেছে অজিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।