Advertisement
জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম বিভাগের ১৪ জেলায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। খবর ইউএনবি’র।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের আশ্বাসে রবিবার বিকাল ৫টা থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম মঞ্জু।
এর আগে ৯ দফা দাবিতে রবিবার ভোর ৬টা থেকে চট্টগ্রাম বিভাগের ১৪টি জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট কর্মসূচি শুরু করে চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদ।
এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ জনগণ। চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর জেলায় যাত্রী ও পণ্যবাহী সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় বাস না পেয়ে অনেকে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।