২০১৩ সালে হুবেই প্রদেশের জিয়াংইয়াংয়ের বাসিন্দা লি জিহুয়া এক ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে পড়েন। অফিস যাওয়ার পথে আচমকাই একদিন বদলে যায় জীবন। সেই থেকে তিনি জড়পদার্থের মতো কোমায় পড়ে ছিলেন হাসপাতালের বিছানায়।
কিন্তু হাল ছাড়েননি তাঁর স্ত্রী জ্যাং গুইহুয়ান। টানা ৬ বছর রাত-দিন স্বামীর সেবা করে গিয়েছেন এই আশায় একদিন নিশ্চয় সুস্থ হয়ে তাঁর সঙ্গে বাড়ি ফিরবেন লি। নিজেকে ভুলে প্রতিদিন ২০ ঘন্টার বেশি সময় ঘরে স্বামীর শুশ্রূষা করে যেতেন। অনর্গল কথা বলে যেতেন স্বামীর সঙ্গে, বাজাতেন তাঁর প্রিয় সব গান। লির ডাক্তার একটি সাক্ষাত্কারে জানিয়েছেন এই সব কিছুই লি-র স্নায়ুকে সজাগ করতে সাহায্য করেছে।
২০১৮ সালে চেতনা ফিরে পান লি। আর কথা বলার মতো অবস্থায় এসে প্রথমেই তিনি বলে ওঠেন সেই চার শব্দ, যা নিমেষে ভুলিয়ে দিয়েছিল জ্যাং গুইহুয়ানের এতদিনের সব কষ্ট। স্ত্রীর দিকে তাকিয়ে লি বলেছিলেন, ‘আই লাভ ইউ’। এরপর স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্যে আরও এক বছর হাসপাতালে বিভিন্ন চিকিত্সার মধ্যে থাকতে হয় তাঁকে। এখন লি হাঁটাচলা ও করতে পারেন সাহায্য নিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।