দিলশান মধুশঙ্কা ইন, দুসমন্থ চামিরা আউট

দুসমন্থ চামিরা

স্পোর্টস ডেস্ক: ইনজুরির কারণে চলমান ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ছিটকে গেছেন শ্রীলংকার ডান-হাতি পেসার দুসমন্থ চামিরা। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি পেসার দিলশান মধুশঙ্কা।

দুসমন্থ চামিরা

অনুশীলন সেশনে ইনজুরিতে পড়ে বাছাই পর্বে কোন ম্যাচই খেলতে পারেননি চামিরা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে শ্রীলংকা ‘এ’র হয়ে দারুণ পারফরমেন্সের কারণে আবারো জাতীয় দলে সুযোগ পেলেন মধুশঙ্কা।

এ মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি লিষ্ট ‘এ’ ম্যাচে ৯টি এবং ১টি প্রথম শ্রেনির ম্যাচে ৪ উইকেট নেন মধুশঙ্কা। শ্রীলংকার হয়ে ২ ওয়ানডেতে ২টি ও ১১টি টি-২০তে ১২ উইকেট নিয়েছেন ২২ বছর বয়সী এ পেসার।

রোনালদোর ইচ্ছাতেই নিয়োগ হলো আল নাসরের নতুন কোচ!