আন্তর্জাতিক ডেস্ক : তবলিগ জামাতের প্রধান মাওলানা সাদের ওপরে চাপ বাড়াল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা (ইডি)। মঙ্গলবার মাওলানা সাদের পুত্র সাঈদকে ২ ঘণ্টা ধরে জেরা করা হয়।
জানা যায়, মাওলানা সাদের সব কাজকর্মের হিসেব তার এই ছেলের কাছেই থাকে। এছাড়া ইডি থেকে মাওলানা সাদের দুই ঘনিষ্ঠ ব্যক্তিকেও নোটিশ পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজন মারকাজের কোর গ্রুপের সদস্য। ওই ব্যক্তির উপরে অর্থ তছরুপের অভিযোগ রয়েছে। অন্য ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি মাওলানা সাদের অর্থ লেনদেন করতেন।
ইডি সূত্রে জানা গিয়েছে, ওই দুই ব্যক্তির আইনজীবী ইডিকে জানিয়েছিলেন তাদের মক্কেলরা আসতে পারবেন না ইডির দফতরে। ইডি এখনও পর্যন্ত সাদ-ঘনিষ্ঠ ৯০-এর বেশি সহযোগীকে জিজ্ঞাসাবাদ করছে।
সম্প্রতি মাওলানা সাদকে নোটিশ দেয় দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। তার কাছে জানতে চাওয়া হয়, তিনি সরকারি হাসপাতালে গিয়ে করোনার পরীক্ষা করিয়েছেন কিনা। আর যদি করিয়ে থাকেন, তাহলে এখনও কেন সেই রিপোর্ট জমা দেননি অপরাধ দমন শাখায়। ওই রিপোর্ট হাতে পেলে তা খতিয়ে দেখে তবেই সাদের বিষয়ে পরবর্তী তদন্তের কাজ শুরু করা হবে।
সূত্র: এনডিটিভি বাংলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।