স্পোর্টস ডেস্ক: অনুমতি ছাড়া সৌদি সফরে গিয়ে ক্লাব থেকে নিষেধাজ্ঞা পেয়েছিলেন লিওনেল মেসি। যে কারণে পরবর্তীতে ক্ষমাও চেয়েছিলেন আর্জেন্টাইন তারকা। তবে ক্ষমা চেয়েও সমর্থকদের শান্ত করতে পারেননি বিশ্বকাপজয়ী এই তারকা। সেটির মাশুলই তিনি দিচ্ছেন সমর্থকদের দুয়ো শুনে।
আজাকসিওকের বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচে যখনই মেসির পায়ে বল গেছে, দুয়ো দিয়েছে তারা। দলের বড় জয়ের দিনে মেসি গোল কিংবা অ্যাসিস্টও করতে পারেননি।
মাঠে মেসির এমন দুঃসময়েও মেসি পাশে পাচ্ছেন ক্লাব সতীর্থ নেইমারকে। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে মেসির বন্ধুত্বটা বেশ পুরনো। সেই বার্সেলোনার হয়ে খেলার সময় থেকেই। চোটের কারণে মাঠের বাইরে থাকা পিএসজির এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মেসিকে সমর্থন দিতে গ্যালারিতে বসে ফোনে যুক্ত করেছেন তাদের আরেক বন্ধু লুইস সুয়ারেজকেও।
মেসি যখন মাঠে খেলছিলেন, তখন নেইমার ও সুয়ারেজ নিজেদের মাঝে ভিডিও কলে কথা বলেছেন। পরে নিজেদের কথোপকথনের স্ক্রিনশট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নেইমার। ইনস্টাগ্রামের সেই স্টোরিতে দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল নেইমারকে। আর তার হাতে ধরে থাকা মোবাইল ফোনে বিছানায় শুয়ে থাকা সুয়ারেজেরও দেখা মেলে হাসিমুখেই। এই ছবির ক্যাপশনে নেইমার লিখেছেন, ‘একসঙ্গে আমাদের বন্ধু লিওনেল মেসিকে দেখছি।’
পিএসজিতে মেসির মতো নেইমারেরও ভবিষ্যৎ অনিশ্চিত। সৌদি সফর করায় মেসির সঙ্গে নতুন চুক্তি করতে আর আগ্রহী নয় প্যারিসের ক্লাবটি। একই সঙ্গে নেইমারকেও তারা আগামী মৌসুমে ক্লাবে রাখতে চায় না।
মেসির সঙ্গে চুক্তি নিয়ে নতুন করে যা জানাল সৌদি ক্লাব আল হিলাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।