দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

জুমবাংলা ডেস্ক : রাজশাহীর বাঘার মীরগঞ্জ সীমান্তে কাশবনের ঘাস কাটার সময় দুই বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে বিএসএফ। তাদের ভারতের জলংগি থানায় সোপর্দ করেছে বলে জানা গেছে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুর এ ঘটনা ঘটে।

বিজিবির রাজশাহীর অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্ণেল ফেরদৌস জিয়া উদ্দীন মাহমুদ জানান, বেলা ১১টার দিকে বাঘার মীরগঞ্জ সীমান্তের চরে দুই কৃষক কাশবনের ঘাস কাটতে যান। এসময় তারা ভুল করে সীমান্তরেখা পারি দিয়ে থাকতে পারেন। পরে সেখান থেকে বিএসএফ তাদের তুলে নিয়ে যায় বলে তাদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। পরে বিজিবি গোয়েন্দা মারফত জানতে পেরেছে সন্ধ্যায় তাদেরকে ভারতের জলঙ্গি থানায় সোপর্দ করা হয়েছে। তবে অফিসিয়ালি বিএসএফ বিজিবিকে কিছুই জানায়নি।

তিনি বলেন, অফিসিয়ালি বিএসএফের উচিত ছিল আমাদেরকে জানানোর। তবে তারা আমাদের রাত ১০টা পর্যন্ত কিছুই জানায়নি। তাদের ফিরিয়ে আনার বিষয়ে বিজিবি কাজ করছে।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *