আন্তর্জাতিক ডেস্ক : ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভাজনের সময় আলাদা হওয়া দুই ভাইয়ের ৭৪ বছর পর ফের মিলিত হয়েছেন। মঙ্গলবার পাকিস্তানে অবস্থিত শিখ সম্প্রদায়ের তীর্থস্থান করতারপুর রাহদারি তাদের মধ্যে মিলন ঘটায়।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, করতারপুর গুরুদুয়ারায় বয়স্ক দুই ভাই একে অন্যকে আলিঙ্গন করছেন।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানায়, বড় ভাই হাবিব ভারতের পাঞ্জাব থেকে ছোট ভাই সিদ্দিকের সাথে সাক্ষাতের জন্য করতারপুরে এসেছেন। ছোট ভাই সিদ্দিক পাকিস্তানের ফয়াসালাবাদে থাকেন।
সাক্ষাতের পর দুই ভাইই যার যার বাড়িতে চলে যান। কিন্তু যাওয়ার আগে একে অন্য থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যে ‘জীবন থাকলে মিলনও থাকবে।’ অর্থাৎ দুই ভাই যতদিন জীবত থাকবেন প্রতি বছরই এখানে মিলিত হবেন।
উল্লেখ্য যে, ২০১৯ সালের নভেম্বরে পাকিস্তানি সরকার করতারপুর রাহদারি উন্মুক্ত করার পর ভারত-পাকিস্তান দু’দেশের শিখ সম্প্রদায়ই তাদের ধর্ম প্রবর্তক গুরু নানকের জন্মদিনে এখানে মিলিত হন।
করতারপুর করিডোর খুলে দেয়া পাকিস্তানের পক্ষ থেকে ভারতীয় শিখদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল। এর মাধ্যমে পাক প্রধানমন্ত্রী ইমরান খান সরকার বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।