জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে পাহাড়ি এলাকার টিলা কেটে লাল মাটি বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।
জানা গেছে, উপজেলার প্রভাবশালী কয়েকজন মাটি ব্যবসায়ী উপজেলার আজগানা, বাঁশতৈল, তরফপুর ও লতিফপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পাহাড়ি এলাকার টিলার লাল মাটি ভেকু মেশিন দিয়ে কেটে রাতের আঁধারে ড্রাম ট্রাক ভর্তি করে অন্যত্র বিক্রি করছিলেন। এতে পরিবেশ ও রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলা সহকারী কমিশনার জোবায়ের হোসেনের নেতৃত্বে লতিফপুর ইউনিয়নের টাকিয়া কদমা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় লালমাটি ভর্তি দুটি ড্রাম ট্রাক আটক করা হয়। পরে বিচারক ট্রাক ও মাটির মালিক গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের মো. হযরত আলীর ছেলে মো. শওকত হোসেনকে এক লাখ টাকা জরিমানা করেন।
এছাড়া সোমবার সন্ধ্যায় গোড়াই এলাকায় অভিযান চালিয়ে জামান মিয়া নামে এক ব্যবসায়ীর কাছ থেকেও লাল মাটি কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জোবায়ের হোসেন জানান, অবৈধভাবে পাহাড়ের টিলা কেটে লাল মাটি বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে, এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



