জুমবাংলা ডেস্ক : ব্যাপক আকারে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও আতিকুল ইসলাম সমালোচনায় রয়েছেন। এমন পরিস্থিতিতে দল সমর্থিত দুই মেয়রকে অভয় দিয়ে নার্ভাস না হওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। রবিবার ডেঙ্গু ও গুজব মোকাবেলায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে ১৪ দলের গোলটেবিল আলোচনা এই পরামর্শ দেন তিনি।
ডেঙ্গু নিয়ন্ত্রণে কথা কম বলে মশা নিধনে মনোযোগী হতে ঢাকার দুই মেয়রকে পরামর্শ দিয়ে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, সিটি করপোরেশনের মেয়রদের বলব, অহেতুক, অযৌক্তিক কথা না বলে ডেঙ্গুর উৎস, মশা দমনে সমন্বিতভাবে কাজ করুন। কম কথা বলে ডেঙ্গু জ্বরের কারণ এডিস মশার উৎস ধ্বংস করতে কাজ করুন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আপনাদের সঙ্গে আছি, নার্ভাস হবেন না। যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলার মনোভাব নিয়ে কাজ করুন।
তিনি আরো বলেন, আমরা কোনো দিনও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না। প্রিয়া সাহার জন্য সেটা হবে না। আমরা সমস্ত দেশি-বিদেশি ষড়যন্ত্রকে মোকাবেলা করব।
আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, বিপ্লব বড়ুয়া, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, আব্দুল কাইয়ুম মুকুল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ নেতা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, প্রকৌশলী নেতা নুরুজ্জামান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।