জুমবাংলা ডেস্ক : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দুই শিশুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালের দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুজন তুলাশন গ্রামের মোফাজ্জল হোসেন (৫৪) ও তার ছেলে শরিফুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তুলাশন গ্রামে শাহিন আলম নামক এক ব্যক্তি পুকুরের মাছ চুরি ঠেকাতে চারপাশে বিদ্যুতের লাইন টেনে লাইটিংয়ের ব্যবস্থা করেন। সকালের দিকে পুকুরে থাকা একটি নৌকায় উঠতে যায় দুই শিশু। এ সময় বিদ্যুতের ছেঁড়া তারের সংস্পর্শে শিশু দুটি নৌকা থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়।
ঘটনা দেখে মোফাজ্জল হোসেন দুই শিশুকে রক্ষা করতে গিয়ে পুকুরে পড়ে যান। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে তিনি চিৎকার দেন। তার চিৎকার শুনে ছেলে শরিফুল বাবাকে উদ্ধার করতে পুকুরে নামে। এতে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন।
গ্রামবাসী লাশ দুটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ওই শিশু দুটি অক্ষত রয়েছে। দুই শিশুর মধ্যে একটি মোফাজ্জল হোসেনের নাতি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।