জুমবাংলা ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে ২৪৮টি পূজামণ্ডপ রয়েছে। প্রত্যেক মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে। আয়োজকদের সঙ্গে পুলিশের একাধিকবার বৈঠক হয়েছে। পুলিশ সদস্যরা সাদা পোশাকেও নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, মহালয়া থেকে বৃহস্পতিবার পর্যন্ত এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল। শুক্রবার থেকে পাঁচদিন পূজার মূল আয়োজন শুরু হবে। মহাষষ্ঠী থেকে বিসর্জন পর্যন্ত পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে স্বেচ্ছাসেবক দলও কাজ করবে। প্রত্যেক মণ্ডপে আর্চওয়ে ও বিশেষ টিম থাকবে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার আওতায় থাকবে।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের শঙ্কা আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের কমিশনার হাবিবুর রহমান বলেন, ডিএমপি এলাকায় কোনো সুনির্দিষ্ট শঙ্কা নেই। তবে সবকিছু মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। সব ধরনের শঙ্কা মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে পুলিশ।
তিনি আরও বলেন, সাইবারের মাধ্যমে কোনো স্বার্থান্বেষী মহল তার ক্ষীণ স্বার্থকে হাসিলের জন্য যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপেচষ্টা করে থাকে। পুলিশের পক্ষ থেকে এটি প্রতিরোধের ব্যবস্থা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, সাধারণ সম্পাদক রমেন মন্ডল ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।