স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে ২১৬ রানের জবাবে মাত্র ৪৫ রান করতেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
ওই সময় সবাই এক বাক্যে বলেছিল আফগানদের বিপক্ষে ম্যাচটি খুব সহজেই হেরে যাবে টাইগাররা। কিন্তু মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন মিলে ১৭৪ রানের পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে জয় এনে দেন।
টপ অর্ডারের ব্যাটারদের ব্যর্থতার দিনে মিরাজ ১২০ বল খেলে ৮১ রান করেন। অন্যদিকে আফিফ ১১৫ বল খেলে ৯৩ রান করেন।
দুজন মিলে বাংলাদেশকে জয়ের স্বাদ এনে দিলেও ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজের হাতে।
কারণ ব্যাটিংয়ের পাশাপাশি তার বোলিং এর বিষয়টাও বিবেচনায় আনা হয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০ ওভার বল করে মাত্র ২৮ রান দেন। যদিও তিনি কোনো উইকেট তুলে নিতে পারেননি।
তবে আফগানদের রান তোলার দিক দিয়ে চেপে রাখতে কার্যকরী ভূমিকা রাখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।