দুর্নীতিগ্রস্ত কোনো পুলিশের তালিকা হয়নি : দুদক

দুদক

দুদকজুমবাংলা ডেস্ক : দুর্নীতিগ্রস্ত কোনো পুলিশ সদস্যের তালিকা হয়নি এবং ঢালাওভাবে কোনো ব্যক্তি বা কোনো দপ্তর/প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বা অন্য কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয় না দুদক।

রবিবার (৬ জুন) বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই শতাধিক কর্মকর্তার শর্টলিস্ট পুলিশে ‘দুদক আতঙ্ক’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে সঠিক অবস্থা প্রতিফলিত না হওয়ায় তা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, যা বাঞ্ছনীয় নয়। কমিশন এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে। প্রকাশিত সংবাদের বিষয়ে কমিশনের বক্তব্য হচ্ছে, পুলিশ বাহিনীর কোনো কর্মকর্তা কিংবা অন্যকোনো দপ্তরের কর্মকর্তাদের জন্য কমিশন কোনো তালিকা তৈরি করে না। দুর্নীতি দমন কমিশনে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তা কমিশন কর্তৃক অনুসন্ধানযোগ্য কি না সে বিষয়টি যাচাইয়ের জন্য কমিশনের সংশ্লিষ্ট আইন ও বিধিমালা অনুযায়ী ‘যাচাইবাছাই কমিটি’র নিকট প্রেরণ করা হয়। যাচাইবাছাই কমিটি কর্তৃক কোনো অভিযোগ প্রাথমিকভাবে যাচাইয়ের পর তা অনুসন্ধানযোগ্য বলে বিবেচিত হলে যাচাইবাছাই কমিটির সুপারিশ অনুযায়ী অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়ে থাকে।

প্রথম দিনে অবিক্রিত ট্রেনের টিকিট এক লাখ ২৪ হাজার