দুর্নীতির অভিযোগ, ডিআইজি প্রিজন্স বজলুর রশীদ গ্রেফতার

Screenshot_1জুমবাংলা ডেস্ক : দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ শেষে কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশীদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুরে তাঁর বিরুদ্ধে মামলা করার পরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘুষের কোটি কোটি টাকা লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের রহস্য উদ্‌ঘাটনে আজ রোববার সকাল থেকে বজলুর রশীদ ও তার স্ত্রী রাজ্জাকুন নাহারকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক।

জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে কুরিয়ার সার্ভিসে মাধ্যমে অবৈধ লেনদেনের তথ্যের সত্যতা পায় সংস্থাটি। এরই ধারাবাহিকতায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১–এ একটি মামলা দায়ের করার পরপরই দুদক কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *