Advertisement
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া ছোটখোলা সার্বজনীন কালি মন্দিরে দুর্বৃত্তের দেয়া আগুনে ৪টি প্রতিমার সাজসজ্জা পুড়ে গেছে।
আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে গোপালগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আসলাম খান বলেন, ‘ঘটনাস্থল থেকে পুলিশ কেরসিনের বোতল ও দিয়াশলাই উদ্ধার করেছে। ভিডিও ফুটেজে দুজন মুখোশধারীকে দেখা গেছে। দুস্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।’
পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, অগ্নিকাণ্ডে মন্দিরে থাকা কালী, রক্ষাচন্ডি, শীতলা ও শিব প্রতিমার কাপড়, অলংকার ও সাজসজ্জা পুড়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।