নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ময়মনসিংহের ত্রিশাল কোর্ট বিল্ডিং এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট মায়ের পেট ফেটে দুনিয়ার আলোতে আসা অনাথ শিশুটিকে দত্তক নিতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম আহবায়ক আহমেদ সাইমুম। সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগমের এ শিশুটিকে নিজে দত্তক নেওয়ার জন্য ইচ্ছে পোষন করে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তার এ ইচ্ছের কথা জানান।
আহমেদ সাইমুম বলেন, গত ১৬ জুলাই শনিবার দুপুর পৌনে তিনটার দিকে ত্রিশাল রায়মণি ফকিরবাড়ি নিবাসী ১০ নং মঠবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম (৪০) তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (৩২) এর পরীক্ষানিরীক্ষা করার লক্ষ্যে কন্যা সানজিদা (৬) কে সাথে নিয়ে একটি ডায়াগনস্টিক সেন্টারে যান। ডাক্তার দেখিয়ে ফেরার পথে পায়ে হেঁটে রাস্তা পারাপারের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কোর্ট বিল্ডিং এলাকায় একটি ট্রাক সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও কন্যা সানজিদা নিহত হন। কিন্তু ট্রাকের চাকায় পিষ্ট মায়ের পেট ফেটে রাস্তায় পড়ে যায় এই নবজাতক শিশুটি।
অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটি অপঘাতে জন্ম নিয়েই দেখল দানব রাষ্ট্রের বর্বর মুখচ্ছবি! জঠর জননীর পন্দিত বুকের উষ্ণতা ভাগ্যে না জুটলেও ঠাঁই হয়েছে ময়মনসিংহ সদরের সিবিএমসিবি কমিউনিটি হাসপাতালে। এক্সরে রিপোর্ট অনুযায়ী শিশুটির ডান হাতের দুটি অংশ ভেঙে গেছে। এই হৃদয় বিদীর্ণ করা দুঃসহ দুঃসংবাদটি শোনার সাথে সাথেই আমি আমার মাকে ফোন দিয়ে এই শিশুটি দত্তক নেয়ার দৃঢ় ইচ্ছের কথা বললাম। মা ভীষণ আগ্রহের সহিত একবাক্যে রাজি হয়ে গেলেন। জন্মের আগেই মা-বাবা বোন হারানো এই অনাথ শিশুটিকে যদি তার আত্মীয়স্বজন দিতে রাজি হন! আর কোনো প্রকার আইনি জটিলতা না থাকে তাহলে আমি দত্তক নিতে চাই। শিশুটির নিকটাত্মীয় ও সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।
সোমবার (১৮ জুলাই) সকালে মুঠোফোনে কথা হয় সাবেক ওই ছাত্রদল নেতা আহমেদ সাইমুমের সাথে। তিনি রাইজিংবিডিকে জানান, আমি গত দুইদিন যাবত শিশুটিকে পাওয়ার জন্য ময়মনসিংহের ওই হাসপাতলে শিশুটির আত্মীয়-স্বজন সবার সাথে কথা বলেছি। আমি তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। তাদের শিশুটিকে আমি আমার নিজের সন্তানের মত লালন পালন করব।
তিনি আরো বলেন, পিতৃ-মাতৃহীন শিশুটিকে দত্তক নেয়ার জন্যে দু’দিন যাবত সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে শেষ পর্যন্ত শিশুটিকে পাবেন বলেও তিনি আশা করেছেন।
উল্লেখ্য, আহমেদ সাইমুম এর আগেও তিনি একটি কন্যা সন্তান দত্তক নিয়ে পিতার স্নেহে লালন পালন করেছেন। ওই কন্যা সন্তানটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স শেষ বর্ষে পড়ছে। সাবেক ছাত্রদল নেতা আহমেদ সাইমুম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কোন গ্রামের মৃত শেখ আফসার উদ্দিনের ছেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।