জুমবাংলা ডেস্ক: নানা আয়োজনে দেশবরেণ্য চিত্রশিল্পী শেখ মোহাম্মদ সুলতানের (এসএম সুলতানের) ৯৫তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। খবর ইউএনবি’র।
নিজ জেলা নড়াইলে শনিবার সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয় এই শিল্পীকে স্মরণ করা হচ্ছে।
জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এস এম সুলতান কমপ্লেক্স (শিল্পীর নিজস্ব বাসভবনে) ও শিশুস্বর্গে কোরআনখানি, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পণ ও মাজার জিয়ারত, আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্র অংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, এস এম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়, লাল বাউল সম্প্রদায়, এস এম সুলতান শিশু ও চারুকলা ফাউন্ডেশন, গ্রেভ শিল্পী গোষ্ঠীসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
পরে শিশুস্বর্গের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা।
চিত্রাংকন প্রতিযোগীতায় শতাধিক শিশু প্রতিযোগী অংশ গ্রহণ করে।
১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এসএম সুলতান। তার দুর্দান্ত চিত্রশিল্পের অধিকাংশের বিষয়বস্তু ছিল প্রকৃতি ও বাংলাদেশের গ্রামের মানুষ। অসাধারণ শিল্পকর্মের জন্য ১৯৮২ সালে একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেন তিনি। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিরিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।