জুমবাংলা ডেস্ক : দেশি চাল মিলে ঢুকে হয়ে যাচ্ছে ভারতীয়। চকচকে মোড়কে তা বাজারে করা হচ্ছে বিক্রি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে হাতেনাতে ধরা পড়ে গুনতে হয়েছে জরিমানা। এমন ঘটনা ঘটেছে রাজশাহীর গোদাগাড়ীতে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার উপজেলার রাজাবাড়িহাট এলাকায় কামাল অটো রাইস মিলে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়। সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানসূত্রে জানা যায়, ওই মিলে ভারতীয় মোড়কে দেশি চাল বাজারজাত করা হচ্ছিল। এ ছাড়া মোড়কজাত করা চালের বস্তায় সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য লেখা ছিল না। ওজনেও ছিল কম।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রথমবারের মতো ৮০ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।
এদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক হাসান-আল-মারুফের নেতৃত্বে রাজশাহী নগীরর চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকার শাহ মখদুম মডার্ন রাইস মিলে অভিযান চালানো হয়। ওজনে কারচুপির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মিল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রথমবারের মতো ক্যামেরায় রানি মুখার্জির মেয়ে, কিউটনেস-এ টেক্কা দেবে তৈমুরকে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।