স্পোর্টস ডেস্ক : টেস্টের ক্রমপর্যায়ে শীর্ষস্থানীয় দল এবং নবম স্থানে থাকা দলের তফাত কতটা হতে পারে, তা দেখিয়ে গেল ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। ইন্দোর ও কলকাতা দুটো টেস্টই শেষ হয়েছে পাঁচ দিনের মধ্যে। অনায়াসে জয় সম্পন্ন করেছে ভারত।
ইনিংস হারের ক্ষত নিয়েই বাংলাদেশে ফিরতে হচ্ছে মুশফিকুরদের। তৃতীয় দিনে মাত্র ৪৭ মিনিটেই বাংলাদেশের ইনিংসের নটে গাছটি মুড়িয়ে দিয়েছেন ভারতীয় পেসাররা। উমেশ যাদব শেষবেলায় তিনটি উইকেট তুলে নিয়ে পাঁচ উইকেটের কীর্তি নিয়ে মাঠ ছেড়েছেন।
ভারত এখন টেস্ট খেলতে নামলেই নজির তৈরি করে। বাংলাদেশ সিরিজও তার ব্যতিক্রম নয়। রেকর্ডের পর রেকর্ড জমা হয়েছে কোহলিদের নামের পাশে-
ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে টানা চারটে টেস্টে ভারত ইনিংস জয় পেয়েছে। পুণেতে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ১৩৭ রানে, রাঁচিতে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ২০২ রানে, ইন্দোরে বাংলাদেশকে ইনিংস ও ১৩০ রানে এবং কলকাতায় বাংলাদেশকে ইনিংস ৪৬ রানে পরাজিত করেছে। এর সঙ্গেই টানা একডজন হোম সিরিজ জয়ের কৃতিত্বও অর্জন করলেন কোহলিরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বরেকর্ড গড়ার পথ তৈরি করে ভারত। গত মাসে দেশের মাটিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের ইনিংস ও ১৩৭ রানে হারিয়েছিল তারা। রাঁচিতে তৃতীয় ও শেষ টেস্টেও ইনিংস ব্যবধানে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা। ভারত জিতেছিল এক ইনিংস ও ২০২ রানের বিশাল ব্যবধানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুই টেস্ট ইনিংস ব্যবধানে জিতে বাংলাদেশের বিপক্ষে বড় ফরম্যাটে লড়াই শুরু করে ভারত।
এই সিরিজের ভাগ্যে কী লেখা আছে তা সবাই অনুমান করেছিলেন। সেটা সত্যি করে ইন্দোরে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ১৩০ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। অবশেষে আজ রবিবার ইডেন গার্ডেন্সে দিবা-রাত্রির ঐতিহাসিক টেস্ট জিতে নিয়ে বিশ্বরেকর্ড গড়ে ভারত। নিজেদের প্রথম দিবা-রাত্রির টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের আরেকটি ইতিহাসও গড়া হয়।
বাংলাদেশেরও এটি প্রথম দিবা-রাত্রির টেস্ট। কিন্তু ক্রিকেটারদের পারফর্মেন্সে মনে হয়েছে, পাড়ার কোনো ক্রিকেট ম্যাচ হচ্ছে! এছাড়া দিবা-রাত্রির ম্যাচ জিতে টেস্ট ক্রিকেটে টানা সাত ম্যাচ জয়ে নিজেদের পুরনো রেকর্ডও ভেঙ্গেছে ভারত। টেস্টে টানা ছয় ম্যাচ জয়ের রেকর্ড ছিল তাদের। আজ সেই রেকর্ড ভেঙ্গে নয়া ইতিহাস লিখল কোহলির দল। ২০১৩ সালে টেস্টে টানা ৬ টেস্ট জিতেছিল এশিয়ার শক্তিধর ক্রিকেট খেলুড়ে দেশটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।