দেড় কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের উখিয়া সীমান্তে ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. শাহজাহান (৪১) ও মো. একরামুল হোসেন (২৫) নামের দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে তাদের আটক করা হয়।

কক্সবাজার ৩০ বিজিবির অধিনায়ক মো. মেহেদী হোসাইন কবীর বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উখিয়ার সীমান্তে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা। আটক দুই রোহিঙ্গার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে