জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোয়াদ আলী (৪৫) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা।
আজ রবিবার (০৩ মে) সকালে এ ঘটনা ঘটে। নিহত জোয়াদ আলী ওই গ্রামের দলিল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, জোয়াদ আলী বাড়ির সামনে দোকান দিয়ে মুদি ব্যবসা করতেন। শনিবার রাতে কে বা কারা তার দোকানের সামনে মলত্যাগ করে। সকালে দোকান খুলতে এসে মল দেখতে পেয়ে চেচামেচি শুরু করে। সেসময় প্রতিবেশী হায়দার ও ইউপি মেম্বর খেলাফৎ মোল্লার সাথে তার তর্ক-বিতর্ক হয়।
নিহতের স্বজনরা অভিযোগ করেন, সামাজিক বিরোধের জের ধরে জোয়াদ আলীর ওপর হামলার ইস্যু খুঁজছিলো ইউপি সদস্য খেলাফত মোল্লা। এ বিষয়ে শনিবার রাতে মিটিং করে পরিকল্পনা অনুযায়ী রোববার ভোর রাতে মুদি দোকানের সামনে মলত্যাগ করে রাখে তারা।
পরিবারের অভিযোগ, রোববার সকালে জোয়াদ আলী দোকানের সামনে মল দেখে উত্তেজিত হয়ে চেচামেচি শুরু করে। এ সময় সামাজিক প্রতিপক্ষ খেলাফত মেম্বারের নেতৃত্বে জাফর, হাবিব, হাফিজ, ওয়াজেদ, জিন্নাহ, শরিফুল, ইকরাম, আছালত ও হায়দারসহ ১০ থেকে ১২ জন হামলা চালিয়ে তাকে মারধর করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।