জুমবাংলা ডেস্ক : নওগাঁয় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যতালিকায় আজকের চালের দাম না থাকায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিম।
বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসন নওগাঁ মো. নাহারুল ইসলামের নেতৃত্বে পৌর ক্ষুদ্র ও পাইকারি চাল বাজারে মেসার্স কৃষ্ণ অ্যান্ড সন্স-এর স্বত্বাধিকারী শ্রী সুবাস সরকারকে এ জরিমানা করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসনের এই কর্মকর্তা আরটিভি নিউজকে জানিয়েছেন, গেলও কয়েক দিনে নওগাঁয় চালের দাম বেড়েছে। এমন খবরে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বিকেলে পৌর ক্ষুদ্র ও পাইকারি চাউল বাজারে অভিযান পরিচালনা করেন। দোকানদারদের কাছে থেকে চাউল কেনার রসিদসহ মূল্যতালিকা যাছাই করা হয়।
এ সময় জরিমানাকৃত দোকানে মূল্যতালিকা দোকানের সামনে না থাকা এবং তাতে আজকের বাজারদর লেখা না থাকায় জরিমানা করা হয়েছে।
অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা আমিনুল ইসলামসহ নওগাঁ সদর মডেল থানার পুলিশের একটি টিম অংশ নেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।