
জুমবাংলা ডেস্ক : প্রচণ্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো পাটকল শ্রমিকদের আমরণ অনশন চলছে। মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে পুনরায় আমরণ অনশন কর্মসূচি পালন করছেন নরসিংদীর শ্রমিকরা।
গত রবিবার সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিলের শ্রমিকরা মিল গেটের সামনে এ আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ইউএমসি জুট মিলে গিয়ে দেখা যায়, প্রচণ্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে শ্রমিকরা মিল গেটের সামনে তাদের ১১ দফা দাবি আদায়ে অবস্থান করছেন। ইউএমসি জুট মিলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৫ হাজার শ্রমিকের মধ্যে কয়েকশ শ্রমিক এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।
এর আগে গত ১০ ডিসেম্বর থেকে আমরণ অনশন শুরু করেন পাটকল শ্রমিকরা। টানা পাঁচদিন পর দাবি মেনে নেয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে কর্মসূচি স্থগিত করে কাজে যোগ দেন শ্রমিকরা। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে পাটকল শ্রমিক-নেতাদের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক ফলপ্রসূ না হওয়ায় শ্রমিকরা ফের আমরণ অনশনের ডাক দেন।
ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা বলেন, শ্রমিকদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই তারা ফের আমরণ অনশন শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।