জুমবাংলা ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বৈশ্বিক বিভিন্ন কারণে বৃদ্ধিপ্রাপ্ত দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার কাছে রাখার জন্য অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছে সরকার। এ কাজে সফল হওয়া রাতারাতি সম্ভব নয় বিধায় সরকার বিভিন্নভাবে দরিদ্র ও অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছে।
শনিবার (৩০ মার্চ) আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, আমরা সকল সমস্যা ও সংকটে আপনাদের পাশে আছি। কোভিড ১৯ এর সময়েও আমরা জনগণের পাশে ছিলাম। ভবিষ্যতে যে কোনো সংকটেও আমরা জনগণের পাশে থাকব। আমার নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডেই ঈদ উপহার বিতরণ করা হবে।
পবিত্র রমজানের শুরু থেকে অসহায় মানুষের মঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করছে আওয়ামী লীগ। এর আগে রমজানে মানবিক কাজে সম্পৃক্ত হতে নেতাকর্মীদের নির্দেশনা দেয় বাংলাদেশ ছাত্রলীগ। এ সময় অসহায়দের মাঝে ইফতার ও সেহরি বিতরণ, রক্তদান ও ঈদ উপহার দেওয়াসহ ৮ নির্দেশনা দিয়েছে ছাত্র সংগঠনটি।
আঞ্চলিক সহযোগিতায় লাভজনক অংশীদারিত্ব গড়ে তোলা সম্ভব : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।