আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় খুন-অপহরণসহ ভয়ংকর অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা। ব্যবসা, ব্যক্তিগত কোন্দল আর প্রতিযোগিতায় জড়িয়ে নিজ দেশের নাগরিকদেরই খুন করছে বাংলাদেশিরা।
হিসাব বলছে, প্রতি বছর দেশটিতে প্রায় শতাধিক বাংলাদেশি নাগরিক খুন হন। যার মধ্যে অর্ধেক হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে বাংলাদেশিরাই।
অভিযোগ রয়েছে, সেখানকার বাংলাদেশি কমিউনিটির নেতারাই বিভিন্ন অপরাধে জড়িত। কেপটাউন, জোহানেসবার্গ, পিটার্সবার্গসহ বিভিন্ন জায়গায় সম্প্রতি এমন বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
খুনির বিরুদ্ধে যথাযথ অভিযোগ থাকার পরও কেউ দায়িত্ব নিয়ে মামলা না করায় আড়ালেই থেকে যায় খুনিরা।
সূত্র: চ্যানেল ২৪।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।