দক্ষিণ কোরিয়ার বাজারে আসছে আলফা মোটর করপোরেশন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বাজারে প্রবেশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান আলফা মোটর করপোরেশন। আসন্ন সিউল মবিলিটি শোতে উন্মোচন হতে যাচ্ছে কোম্পানিটির নতুন ইভি। আয়োজকরা সম্প্রতি জানান, দক্ষিণ কোরিয়ার গিয়নজি প্রদেশের কিনটেক্সে ৩০ মার্চ থেকে ৯ এপ্রিল চলবে গাড়ি প্রদর্শনীটি।
২০২০ সালে ক্যালিফোর্নিয়ায় এক দল কোরীয়-আমেরিকান আলফা মোটর করপোরেশন প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন এক দল গাড়ি, আইটি ও আর্থিক খাত বিশেষজ্ঞ। আসন্ন গাড়ি প্রদর্শনীতে ওলফ ও ওলফ প্লাস নামে ইভি পিকআপ ট্রাক উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দ্য কোরিয়া হেরাল্ড
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।