আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৬৯ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। এ নিয়ে আজ সোমবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৭ হাজার ৩৮২ জন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের বরাত দিয়ে দ্যা স্টার অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানায়, গত ১০ দিনের মধ্যে রোববার আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন থাকায় এ ভাইরাসের সংক্রমণের শিথিলতা আশা করেছিলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। কিন্ত তার পরের দিনই আবার নতুন করে সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ল।
এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে একদিনে ইতালিতে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৭৫ জনে।
করোনাভাইরাসে মৃতের সংখ্যা চীনের পরই এখন ইতালির অবস্থান। চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৮ জনে।
চীন ও ইতালির পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইরানে ১৯৪ জন। মধ্যপ্রাচ্যের দেশটিতে মৃতের সংখ্যা একদিনে বেড়েছে ৪৯ জন।
এ ছাড়া ফ্রান্সে ১৯ জন, স্পেনে ১৭ জন ও যুক্তরাষ্ট্রে ১৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এ ভাইরাসে বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮০২ জনে।
আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৬৯৬। এর মধ্যে প্রায় ৬১ হাজার জন সেরেও উঠেছেন।
এদিকে, রবিবারে প্রথমবারের মতো বাংলাদেশেও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত এই তিন ব্যক্তির মধ্যে দুজন ইতালি থেকে দেশে ফিরেছেন বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



