জেলের জালে ধরা পড়ল দুর্লভ সোনালি হাইতি, দাম আকাশ ছোঁয়া

দুর্লভ সোনালি হাইতি

জুমবাংলা ডেস্ক : ‌‌পিরোজপুরের এক জেলে সাগরে মাছ ধরতে গিয়ে ৩৩ কেজি ওজনের একটি সোনালি হাইতি ভোল মাছ পেয়েছেন। ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের জুনিয়া গ্রামের জেলে বাদল মাঝির জালে মাছটি ধরা পড়ে।
দুর্লভ সোনালি হাইতি
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে যান।

গভীর সমুদ্রে বাদল মাঝির জালে আটকা পড়া এ মাছটি (৩২ কেজি ৮০০ গ্রাম) দুষ্প্রাপ্য হওয়ায় দাম নিয়ে চলছে নানা গুঞ্জন।

মাঝি বাদল হোসেন জানান, সাগরে মাছ ধরতে গিয়ে রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে তিনি এ দুষ্প্রাপ্য সোনালি হাইতি ভোল মাছটি ধরতে সক্ষম হন। মাছটি ইলিশের জালে ধরা পড়ে। তিনি যখন আড়তে ফিরে মাছটিতে বরফ দিচ্ছিলেন তখন মাছটি সোনালি রং ধারণ করে। তখন তিনি বুঝতে পারেন মাছটি সোনালি ভোল মাছ।

স্থানীয়দের দাবি মাছটি যদি সোনালি হাইতি ভোল মাছ হয় তবে তার দাম কমপক্ষে ১২ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে। দুষ্প্রাপ্য সোনালি হাইতি ভোল মাছটি বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ডাকের মাধ্যমে খোলা বাজারে বিক্রি করা হবে।

কঠোর হলো মোবাইল ব্যাংকিং নীতিমালা