জুমবাংলা ডেস্ক : ধ’র্ষণ করতে গিয়ে বগুড়ার শেরপুরে হাতেনাতে ধরা পড়েছেন শামিম হোসেন (২৫) নামের যুবক। আইনী প্রক্রিয়াশেষে বুধবার বিকেলে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আটক শামিম হোসেন ক্ষিকিন্দা গ্রামের আব্দুস ছালামের ছেলে। তিনি পাশের ধাওয়াপাড়া গ্রামে স্বামী পরিত্যক্তা এক নারীর সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন। বিভিন্ন সময়ে ঐ নারীর বাড়িতে যেতেন শামিম। তবে মঙ্গলবার রাতে শামিম ওই নারীকে ধ’র্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ মিলেছে।
শামীম মঙ্গলবার রাতে ঐ নারীর বাড়িতে বেড়াতে যান। এক পর্যায়ে ঘরের ভেতরে আটকে তাকে ধ’র্ষণের চেষ্টা করেন। নারীর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসেন। শামিমকে লোকজন আটক করে থানায় সংবাদ দেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ ঘটনায় শামিম হোসেনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি মামলা হয়েছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, ‘ধ’র্ষণের ঘটনায় মামলা নেয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।