স্পোর্টস ডেস্ক: পেশাদার ক্রিকেটার হিসেবে ধানক্ষেতেও ভালো খেলতে হবে বলে মনে করেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
তিনি বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট ও কন্ডিশনকে অজুহাত হিসেবে দাঁড় করানো ঠিক নয়। আমিও এটার সঙ্গে কখনো একমত হবো না। তাই আমার কাছে মনে হয়, এসব অজুহাত না দিয়ে আরও পেশাদার হলে ভালো হবে।’
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেটিকে সামনে রেখে আজ (৩ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। সেখানে উইকেট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
বাংলাদেশের বোলিংয়ের শক্তির মূল জায়গা স্পিন হলেও ঢাকা টেস্টে স্পিন বান্ধব উইকেট চান না অধিনায়ক। উপমহাদেশে স্পিন ট্র্যাক তৈরির ধারণা থেকে বের হওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, ‘উপমহাদেশে সবাই স্পিন ভালো খেলে। তাই এখানে (মিরপুর) স্পিন উইকেট না করাই ভালো। আমি ফ্ল্যাট উইকেটই চাইবো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।