নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘ধানের শীষ ৪৭ বছর ধরে বিএনপির নির্বাচনী প্রতীক। এ নিয়ে নতুন করে প্রশ্ন তোলা আসলে সময় নষ্টের পাশাপাশি ঐক্যের স্পিরিট ধ্বংসের এক অপচেষ্টা।’
শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে মহানগর বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, ‘শাপলা না দিলে ধানের শীষ প্রতীক দেওয়া যাবে না—এমন দাবি তুলে অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। এই ঘটনা চলতে থাকলে পরাজিত শক্তিরাই এর সুযোগ নেবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, বিতর্কও হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকা জরুরি। ৫ আগস্টের গণঅভ্যুত্থান ব্যর্থ করতে এখন নানা ষড়যন্ত্র চলছে।’
বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘৫ আগস্ট যিনি পালিয়ে গিয়েছিলেন, তাঁকে ফেরানোর জন্য গোপনে নানা “সুড়ঙ্গ” তৈরি করা হচ্ছে—যেমন মাটির নিচে সুড়ঙ্গ কাটা হয়, তেমনি নানা উপায়ে তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। পাশাপাশি দেশের অভ্যন্তরেও ষড়যন্ত্র অব্যাহত আছে। এসব মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনা তাঁর পথের কাঁটা দূর করতে গত ১৭ বছর ধরে বিএনপি নেতা-কর্মীদের ওপর বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন ও মিথ্যা মামলা চালিয়ে যাচ্ছেন। এ সময় সন্ত্রাস দমন আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ সব কালাকানুন বাতিল করার দাবি জানান তিনি।’
নতুন সদস্য সংগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপিতে কোনো চিহ্নিত আওয়ামী লীগ কর্মী, তাদের দোসর, সন্ত্রাসী, চাঁদাবাজ বা ভীতি সঞ্চারকারী কেউ সদস্য হতে পারবে না। সদস্য সংগ্রহ কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তা আরও গতিশীলভাবে চলবে।’
অনুষ্ঠানে নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ব্যানার-ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজবাড়ী মাঠে সমবেত হন নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুল ইসলাম, ড. মাজহারুল আলম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ মহানগর বিএনপির অসংখ্য নেতা-কর্মী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।