ধোনির মেয়ের জন্য নিজ হাতে সই করা জার্সি পাঠালেন মেসি

জার্সি পাঠালেন মেসি

স্পোর্টস ডেস্ক: ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভা ধোনিকে নিজের সই করা জার্সি পাঠালেন সদ্য বিশ্বজয়ের স্বাদ পাওয়া কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি।

ছোটবেলা থেকেই ফুটবলের ভক্ত এমএস ধোনি। বাবার মতো তার মেয়েও ফুটবল ভালোবাসে। সাত বছর বয়সী জিভা মেসির সই করা জার্সি পরে ইনস্টাগ্রামে ছবি আপলোড করতেই উঠে এসেছে আলোচনায়।

এদিকে মেসির পাঠানো জার্সি পরে জিভার ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। ধোনি নিজে মেসির বড় ভক্ত, তবে ক্লাব ফুটবলে ধোনির প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেড। আর্জেন্টিনা থেকে মেসির পাঠানো সেই জার্সিতে লেখা, ‘পারা জিভা’; অর্থাৎ, ‘জিভার জন্য’।
জার্সি পাঠালেন মেসি
ইনস্টাগ্রামে জিভার আইডি থেকে সেই জার্সি পরা ছবি আপলোড করা হয়েছে,ছবির ক্যাপশনে লেখা ‘যেমন বাবা, তেমনই মেয়ে’। ছবিতে দেখা গিয়েছে, মেসির ১০ নম্বর জার্সি পরে রয়েছে জিভা। তাতে মেসির অটোগ্রাফ। সেদিকে আঙুল দেখাচ্ছে জিভা। অপর এক ছবিতে দেখা যাচ্ছে জিভা কতটা খুশি এই জার্সি পেয়ে।

 

View this post on Instagram

 

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni)


এদিকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় সেলিব্রেশনের জন্য লিওনেল মেসিকে ১ জানুয়ারি পর্যন্ত ছুটি দিয়েছে তাঁর ক্লাব পিএসজি। পিএসজি ম্যানেজার ক্রিস্তোফে গালতিয়ের জানিয়েছেন, লিওনেল মেসি ক্লাবের হয়ে কয়েকটি ম্যাচ খেলবেন না। ৩৫ বছর বয়সী মেসি বুধবার স্ট্রাসবুর্গের বিরুদ্ধে পিএসজির হোম লিগের খেলা মিস করবেন।

র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন লিটন, পেছনে ফেললেন কোহলিকেও