Advertisement
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় আজ রবিবার (২১ জুলাই) ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার ছয় ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।
সকাল ৭টার দিকে উপজেলার বুড়িদহ গ্রামে এই ঘটনা ঘটে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মোজাফফর হোসেন জানান, রাতে বুড়িদহ গ্রামের রঞ্জিতের পুকুরে একদল মৎস্যজীবী শ্রমিক মাছ ধরে। সকালে তারা কিছু মাছ বস্তায় করে বাজারে নিয়ে যাবার সময় গ্রামবাসী ছেলেধরা গুজবে তাদের ধাওয়া করে আটক করে। একপর্যায়ে জেলেরা গণপিটুনির শিকার হয়।
খবর পেয়ে পুলিশ গ্রামবাসীর হাত থেকে জেলেদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।