Advertisement
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ‘বজ্রপাত থেকে বাঁচতে বেশি করে তাল গাছ লাগান’ এই শ্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র রক্ষায় তাল গাছের ১ লাখ বীজ বপনের কার্যক্রম শুরু হয়েছে।
সাংবাদিক মাহমুদুন নবী বেলালের উদ্যোগে সোমবার দুপুরে জেলার মহাদেবপুর উপজেলার পাঘাচারা এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার।
এছাড়া সচেতনতা বাড়াতে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে বজ্রপাত থেকে মুক্তি পেতে তালগাছের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, ভাইস চেয়ারম্যান বুধুসহ স্থানীয়রা। পরে সবাই মিলে একযোগে তালগাছের বীজ বপন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।