জুমবাংলা ডেস্ক : নওগাঁয় পরিবহন শ্রমিক আটক করাকে কেন্দ্র করে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া ও গাড়ী ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। ঘটনার পর শ্রমিকরা সারাদেশের সাথে নওগাঁর বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
জানা গেছে, দুপুরের দিকে শহরের মশরপুর এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। এ ঘটনায় ওই বাসের চালক সুলেমানকে আটক করতে টার্মিনাল এলাকায় যায় পুলিশ। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ ছুড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান, দুটি বাস ও কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সারাদেশের সাথে নওগাঁর বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
এ বিষয়ে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাসটার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নওগাঁ বাস মালিক সমিতির শফিকুল ইসলাম জানান, শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে করে শ্রমিকরাই বাস চালানো বন্ধ ঘোষণা করেছে। তবে বিষয়টি নিয়ে আমাদের নেতাকর্মীরা কাজ করছে।
নতুন বাস ভাড়ায় যাত্রী-শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব, কোথাও কোথাও হাতাহাতি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।