নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থা নতুন কার্যকরী কমিটি পেয়েছে। সম্প্রতি সংস্থাটির তিন বছরের জন্য অনুমোদন দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস. এম. আনোয়ারুল করিম।
নতুন কার্যকরী কমিটিতে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট মু. আতিকুর রহমান ভুঁঞা এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মাশহুদুর রহমান সাজেদ। মোট ৭ সদস্যের এই কার্যকরী কমিটির অন্যরা হলেন সহসভাপতি নুর আক্তার বেগম, যুগ্ম সম্পাদক রফিক সরকার, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মুহাম্মদ রাশিদুল হাসান রুবেল এবং নির্বাহী সদস্য কাজী গোলাম রাব্বানী ও মো. আক্তারুজ্জামান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জের একটি রেস্টুরেন্টে নতুন কমিটির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। এ সময় কমিটির সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। সভায় সাধারণ সদস্য মো. খোকন মিয়া, রাসেল মিয়া ও সৈয়দা সেলিনা পারভীন রত্না উপস্থিত ছিলেন।
এদিকে সংগঠনটির উপদেষ্টা পর্ষদও নতুনভাবে গঠিত হয়েছে। এতে প্রধান উপদেষ্টা করা হয়েছে ডা. মোহাম্মদ ওয়াদুদুজ্জামান ভুঁঞাকে। ৭ সদস্যের এই উপদেষ্টা কমিটির অন্য সদস্যরা হলেন মো. মুর্শিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুনির উদ্দীন আহমেদ, নাইম এস. আহমেদ, ফারজিন নাওয়ার জামান, ইঞ্জিনিয়ার মো. এনামুল হক এবং কাজী জাহেদ হাসান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।