স্পোর্টস ডেস্ক : ২০২২ সালের আইপিএল নিলামের আগেই রেকর্ডই গড়ে ফেলেছে নতুন ফ্রাঞ্চাইজি লখনৌ। গতবার পাঞ্জাব কিংসের অধিনায়ক লোকেশ রাহুলকে তারা দলে নিয়েছে ১৭ কোটি রুপিতে। যা আইপিএলের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার।
এদিকে নিলামের আগেই রশিদ খান ও হার্দিক পান্ডিয়াকে দলে নিয়েছে আরেক নতুন ফ্রাঞ্চাইজি আহমেদাবাদ।
হার্দিককে ১৫ কোটি রুপি দিয়ে কিনেছে আহমেদাবাদের ফ্রাঞ্চাইজি মালিক সিভিসি ক্যাপিটাল। রশিদ খানকেও কেনা হয়েছে ১৫ কোটি রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি ৩২ হাজার (প্রায়)। এ ছাড়া ভারতীয় ব্যাটার শুভমান গিলকে তারা দলে নিয়েছে ৮ কোটি রুপিতে।
আহমেদাবাদের অধিনায়কও করা হয়েছে হার্দিককে। দলে যোগ দিয়েই সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন হার্দিক। তিনি বলেন, ‘ধন্যবাদ, নতুন দলের সঙ্গে নতুন জার্নি শুরু করার জন্য আমি খুব এক্সাইটেড। ’
ভারত এবং দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ গ্যারি কারস্টেন এবার যুক্ত হয়েছেন আহমেদাবাদের সঙ্গে। তিনি দায়িত্ব পালন করবেন মেন্টর এবং ব্যাটিং কোচ হিসেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।