নতুন বইয়ের সাথে শিক্ষার্থীরা পেলো রজনীগন্ধা ও লাল গোলাপ

নতুন বইয়ের সাথে শিক্ষার্থীরা পেলো রজনীগন্ধা ও লাল গোলাপ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বছরের প্রথম দিনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক পর্যায়ে প্রায় ৫৩ হাজার ৮৩০ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ শুরু হয়েছে। আনন্দ-উল্লাসের মধ্যদিয়ে সকাল থেকে শিক্ষার্থীরা নতুন বই নেওয়ার জন্য নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত হয়।

নতুন বইয়ের সাথে শিক্ষার্থীরা পেলো রজনীগন্ধা ও লাল গোলাপ

সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় পৌর এলাকার কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক তুলে দিয়ে বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের পাশাপাশি রজনীগন্ধা ফুল ও লাল গোলাপ দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানা শারমিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপজেলা উপ সহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান শাকিলসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া ইউএনও উপজেলার নাগরী বালক ও বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজ এবং তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন।

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, এ বছর কালীগঞ্জ উপজেলায় প্রাথমিক পর্যায়ে প্রায় ২২ হাজার শিক্ষার্থীর মাঝে প্রায় ৯৬ হাজার বই বিতরণ করা হবে। এছাড়াও মাধ্যমিকে স্কুল পর্যায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ২১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী ও মাদ্রাসায় প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রায় ১০ হাজার ৪৮০ জন শিক্ষার্থীর মাঝে ৩৮ হাজার ৭ শত ২৪টি বই বিতরণ করা হবে বলে জানা গেছে। বছরের প্রথমদিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান জানান, নতুন বছরের প্রথম দিনে উপজেলার সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে সব শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছে দিয়েছি। আশা করছি যথা সময়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে।

কৃষি জমি পুকুর করার চেষ্টা, ৫০ হাজার টাকা জরিমানা