স্পোর্টস ডেস্ক : ইংরেজি নতুন বছর উপলক্ষে ক্রিস্তিয়ানো রোনালদো (Cristiano Ronaldo)তার ইনস্টাগ্রামে (Instagram) পরিবারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে সদ্য বিদায় নেওয়ার বছরে নিজের ক্যারিয়ারের সারসংক্ষেপও তুলে ধরেছেন। সেই বার্তায় পর্তুগিজ তারকা তার বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে সমালোচনা করতে ছাড়েননি।
রোনালদো লিখেন, ‘সব প্রতিযোগিতা মিলে ৪৭ গোল হলেও বছরটা আমার জন্য সহজ ছিল না।’
তার কথায়, ‘জুভেন্তাসে থাকার সময় ইতালিয়ান কাপ, ইতালিয়ান সুপার কাপ এবং সিরি এ-তে সর্বোচ্চ স্কোরার হওয়ার আমি গর্বিত। পর্তুগালের হয়ে ইউরো কাপে সর্বোচ্চ গোলদাতা হওয়াও বছরের বড় অর্জন। এবং অবশ্যই ওল্ড ট্র্যাফোর্ডের ফেরা ক্যারিয়ারের বিশেষ মুহূর্তের একটি।’
এরপরই ইউনাইটেড নিয়ে কিছু শক্ত কথা লিখেন রোনালদো, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আমরা (২০২১ সালে) যা অর্জন করেছি, তা নিয়ে আমি খুশি নই। আমি নিশ্চিত কেউ খুশি না।’
যোগ করেন, ‘আমরা জানি আমাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে। ভালো খেলতে হবে এবং এখন আমরা যা দিচ্ছি তার চেয়ে বেশি দিতে হবে।’
ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে। তবে প্রিমিয়ার লিগে আছে ষষ্ঠ স্থানে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।