স্পোর্টস ডেস্ক : অন্যান্য মরশুমের থেকে ২০২৩ সালের আইপিএলটা হতে চলেছে একটু অন্যভাবে। কারণ ২ বছর পর ২০২৩ সালে আইপিএল হতে চলেছে হোম ও অ্যাওয়ে ফর্ম্য়াটে। অর্থাৎ প্রতিটা দল ঘরের মাঠে ও বিপক্ষের মাঠে খেলবে। আগামী বছর ২০২৩ সালে শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল। এই পরিস্থিতিতে দুই আইপিএল-এর দিনক্ষণ ঘোষণা করল বিসিসিআই। পিছিয়ে যাচ্ছে পুরুষদের আইপিএল।
২০২৩ সালের আইপিএল নিয়ে উৎসাহ তুঙ্গে। ২ বছর পর শুরু হচ্ছে হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে আইপিএল। ১০ দলের এই লিগের জন্য মিলেছে আলাদা স্লট। ICC ক্যালেন্ডারে আড়াই মাস বরাদ্দ করা হয়েছে আইপিএল-এর জন্য। এই পরিস্থিতিতে আগামী বছর থেকে শুরু হচ্ছে মহিলাদের আইপিএলও। এরজন্যই ২০২৩ সালে পিছিয়ে যাচ্ছে পুরুষদের আইপিএল। বিসিসিআই-এর পক্ষ থেকে ঘোষণা করা না হলেও সূত্রের খবর, আগামী বছর আইপিএল শুরু হবে এপ্রিল মাস থেকে। সাধারণত মার্চ মাস থেকে শুরু হয় আইপিএল। এবার মহিলা আইপিএল-এর জন্য একমাস পিছিয়ে তা শুরু হবে ১ এপ্রিল থেকে।
আইপিএল-এর ফ্র্য়াঞ্চাইজিগুলোকে বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে মহিলাদের আইপিএল শুরু হবে ৩ মার্চ থেকে আর পুরুষদের আইপিএল শুরু হবে ১ এপ্রিল থেকে। মহিলাদের আইপিএল চলবে ১৩ দিন ধরে। ফাইনাল হবে ২৬ মার্চ। সেই কারণে পুরুষদের আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছে। মহিলাদের আইপিএল এবার হবে ৬ দলের আর পুরুষদের আইপিএল হবে ১০ দলের।
আগামী বছর থেকে আইপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছে ভায়কম ১৮। মহিলাদের আইপিএল-এর ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। মহিলাদের আইপিএল-এর সম্প্রচারের জন্য এখনও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। মহিলাদের টি-২০ বিশ্বকাপের পর হবে মহিলাদের আইপিএল। ২৬ ফেব্রুয়ারি শেষ হবে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। তারপর শুরু হবে আইপিএল। তবে এবারের মহিলাদের আইপিএল হবে কিছুটা আলাদা। কারণ এবার আইপিএলে শহর থেকে দলের বদলে খেলবে জোনের দল। বিসিসিআই সেই মর্মে ফ্র্যাঞ্চাইজির জন্য বিড চেয়ে আবেদন করেছে।
অ্য়াপেক্স কাউন্সিলের বৈঠকে ঠিক হয়েছে এবার মোট ৬টা দলের। অর্থাৎ ৬টা জোন থাকবে। যা হবে নর্থ জোম (ধর্মশালা বা জম্মু), ওয়েস্ট জোন (পুনে বা রাজকোট), সেন্ট্রাল জোন (ইন্দোর, নাগপুর, রায়পুর), ইস্ট জোন (রাঁচি, কটক), সাউথ জোন (কোচি, বিশাখাপত্তনম), নর্থ ইস্ট জোন (গুয়াহাটি)। এবার মহিলাদের আইপিএল আয়োজন হতে পারে মুম্বইতে। যদিও এটা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এবার মহিলাদের আইপিএল থেকে ১ হাজার কোটি টাকা ঘরে তোলার ব্যাপারে ভাবনাচিন্তা করছে বিসিসিআই। এটা শুধু ফ্র্যাঞ্চাইজি থেকে আয় করার ব্য়াপারে ভাবছে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজির ন্যূনতম দাম রাখা হয়েছে ৪০ কোটি টাকা। এটার সঙ্গে যোগ হবে সম্প্রচার স্বত্ত্ব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।