জুমবাংলা ডেস্ক : দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমি লঘুচাপ। প্রায় শীতজুড়ে এ লঘুচাপ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এ বিষয়ে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘এ মৌসুমি লঘুচাপ প্রায় শীতকাল জুড়েই থাকবে। তবে এটা অনেক দূরে রয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এতে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বুধবার শেষরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
বুধবার রাতে সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং বৃহস্পতিবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আগামী ২ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তবে তার পরের ৫ দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ঢাকায় সূর্য উঠবে ভোর ৬টা ১৭ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


