
জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কাপাসিয়া বানার নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই সহোদরসহ ৩ শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার খিরাটি পূর্বপাড়ায় । শিশুদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি পূর্বপাড়ার মিলন মিয়ার দুই কন্যা সিনথিয়া (১০) ও সিনহা (৭) ও বেড়াতে আসা মিলন মিয়ার বোনের মেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া হিমা (১২) শুক্রবার দুপুরে অন্য শিশুদের সাথে দলবেধে বাড়ির পাশে বানার নদীতে গোসল করতে যায়।
অন্যারা বাড়ি ফিরলেও ওই তিন শিশু দীর্ঘ সময় বাড়ি ফিরেনি। পরে বহু খোঁজাখোজি করে তাদের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে কাপাসিয়া থানা এসআই মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।