মৃত ওই দুই শিশু হলো- উপজেলার হাতিয়া ইউনিয়নের কাশারিয়ারঘাট গ্রামের বাসিন্দা মশিউর রহমানের পুত্র বেলাল মিয়া (৭) ও রংপুর তারাগঞ্জ এলাকার রবিউল ইসলামের কন্যা রোকাইয়া খাতুন (৮)। তারা মামাতো-ফুফাতো ভাই ও বোন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুদিন আগে মামা মশিউর রহমানের বাড়িতে ঈদের দাওয়াত খেতে যায় শিশু রোকাইয়া। বৃহস্পতিবার বিকালে মামাতো ভাই বেলালসহ খেলছিল তারা। এ সময় সবার অজান্তে বাড়ির পাশে বামনি নদীতে (ছোট নদী) গোসল করতে নামে। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। পরে ওই নদীতে ভাসতে দেখে তাদের লাশ উদ্ধার করে। নদীর ঘাটে শিশু দুটির পড়নের কাপড় পড়েছিল বলেও জানান স্থানীয়রা।
দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel