জুমবাংলা ডেস্ক : নরসিংদীর বেলাব উপজেলায় দুটি কাভার্ডভ্যান একে অপরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন প্রাণ হারিয়েছেন।
![নরসিংদীতে দুটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জনের মৃত্যু](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2022/06/prothomalo-bangla_2022-01_69b01e19-d3f6-404c-804c-d77140dfe34d_road_accident_01-transformed-scaled.jpeg?resize=788%2C443&ssl=1)
বৃহস্পতিবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মাহমুদাবাদের নামাপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাহমুদাবাদের নামাপাড়া বাজারে দুটি কাভার্ডভ্যান একে অপরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় তিনজন নিহত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।