জুমবাংলা ডেস্ক : নরসিংদীর রায়পুরায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
![নরসিংদীতে সাত সকালে সড়কে প্রাণ গেল তিনজনের](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2022/03/juas.jpg?resize=788%2C450&ssl=1)
ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক খালেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের বাসের সঙ্গে সিলেটগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। বাস ও মাইক্রোবাসটি ও জব্দ করা হয়েছে।
তৃতীয় সন্তান হলে ১২ লাখ টাকা বোনাস, সঙ্গে মিলবে এক বছরের বেতনসহ ছুটি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।