Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার ইদো রাজ্যে জাতিগত দাঙ্গায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন পুলিশ সদস্য রয়েছে। রোববার (১৫ নভেম্বর) দেশটির সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাদেশিক রাজধানী বেনিনে দুটি গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।
দুর্ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
জাতীয় খনিজ সম্পদের বৈষম্যমূলক ভাগাভাগির কারণে ইদো রাজ্যে প্রায়ই সংঘাত লেগে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।