উয়েফা চ্যাম্পিনস লিগের চলতি মৌসুমে শেষ আটের প্রথম লেগে ম্যানসিটির বিরুদ্ধে মাঠে নেমেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শেষ হয়েছে ম্যাড়মেড়ে ড্রয়ে।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি।
শুরুতেই রিয়ালের জালে আঘাত হানে সিটি তারকা বার্নান্ডো সিলভার গোল। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করে সিটিজেনদের এগিয়ে নেন সিলভা। দ্রুতই ম্যাচে ফেরে রিয়াল মাদ্রিদ। ১২তম মিনিটে দুর্দান্ত গোলে রিয়ালকে সমতায় ফেরান কামাভিঙ্গা। তার শট রুবেন ডায়াজের গায়ে লেগে জালে জড়ায় বল। পরের মিনিটে রদ্রিগোর সোলো মাস্টার পিসে ২-১ গোলের লিড নেয় রিয়াল।
গেল মৌসুমে দাপুটে ম্যানসিটির কাছে সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার স্মৃতি রিয়াল মাদ্রিদের বুকে। সেই যন্ত্রণা নিয়ে প্রতিশোধের মিশনে নেমেছে তারা।
এদিকে শেষ আটের অপর ম্যাচে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি ইংলিশ গোলন্দাজ বাহিনী আর্সেনাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।