Advertisement
নাটোর প্রতিনিধি: নাটোর শহরের হাজরা নাটোর এলাকা থেকে শচীন চন্দ্র মন্ডল (৮০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের মরদেহ গাছের ডালের সাথে ফাঁস দেওয়া অবস্থায় ছিল। মৃত শচীন মন্ডলের বাড়ি শহরের হাজর নাটোর মন্ডলপাড়া এলাকায়।
নাটোর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সোমবার সকালে বোন লক্ষীরানীর বাড়িতে যায় শচীন মন্ডল। এরপর বোনের বাড়ি থেকে বের হয়ে আসার পরে বেলা ১০টার দিকে তাকে আম বাগানের মধ্যে একটি গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
তিনি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চত হওয়া যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।